পর্নো ছবি তৈরির অভিযোগে শিল্পা শেঠি’র স্বামী গ্রেপ্তার
বিনোদন ডেস্ক :
পর্নো ছবি তৈরি করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ভারতীয় ব্যবসায়ী রাজ কুন্দ্রাকে। বলিউড অভিনেত্রী শিল্পী শেঠির স্বামী তিনি। গত সোমবার (১৯ জুলাই) রাতে মুম্বাই পুলিশ রাজ কুন্দ্রাকে গ্রেপ্তার করে। রাজ কুন্দ্রার বিরুদ্ধে অভিযোগ- তিনি পর্নো ছবি বানিয়ে বিশেষ অ্যাপের মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিতেন। একই মামলায় ইতিমধ্যে নয়জন ভারতীয়কে গ্রেপ্তার করেছে পুলিশ।
ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস ও হিন্দুস্থান টাইমস জানিয়েছে- গত ফেব্রুয়ারি মাসে একটি মামলা করে মুম্বাই পুলিশের ক্রাইম শাখা। সেই মামলার বিষয় ছিল পর্নো ছবি তৈরি এবং বিভিন্ন অ্যাপের মাধ্যমে তা প্রকাশ করা। মুম্বাই পুলিশের একটি বিবৃতিতে বলা হয়েছে, এ মামলার তদন্তের পরেই তারা রাজ কুন্দ্রাকে গ্রেপ্তার করেছে। তাঁকে এ মামলায় মূল ষড়যন্ত্রকারী হিসেবে মনে করছে পুলিশ। আর এ বিষয়ে পুলিশের কাছে পর্যাপ্ত তথ্যও আছে।
জানা গেছে, সোমবার রাজ কুন্দ্রাকে ডেকে পাঠায় মুম্বাই পুলিশ। রাত আটটায় তিনি সেখানে হাজিরা দেন। জিজ্ঞাসাবাদের পরে তাঁকে গ্রেপ্তার করা হয়।
মুম্বাই পুলিশের একটি সূত্র বলছে- একই মামলায় এর আগে উমেশ কামাত নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছিল। উমেশ নিজের বয়ানে দাবি করেছেন- তিনি রাজ কুন্দ্রার প্রতিষ্ঠানে কাজ করতেন। উমেশ মুম্বাইয়ের ভাসি এলাকায় থাকেন। যুক্তরাজ্যের একটি প্রতিষ্ঠানের সমন্বয়কারী হিসেবেও কাজ করতেন তিনি।
গত ৬ ফেব্রুয়ারি গ্রেপ্তার হওয়া এক মডেল ও অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদের সময় উমেশের নাম উঠে আসে। তিনি ওই মডেলের কাছ থেকে অশ্লীল ভিডিও নিতেন। সেগুলো পাঠিয়ে দিতেন যুক্তরাজ্যের ওই প্রতিষ্ঠানের কাছে। তারপর সেই ভিডিওগুলো একটি অ্যাপে আপলোড করা হতো।
ব্রিটেনের একটি সংস্থায় সমন্বয়কারী হিসেবে কাজ করতেন উমেশ। তিনি ওই মডেলের থেকে অশ্লীল ভিডিও নিতেন। সেগুলো পাঠিয়ে দিতেন ব্রিটেনের ওই সংস্থার কাছে। তারপর সেই ভিডিওগুলো একটি অ্যাপে আপলোড করা হতো।
গত ৪ ফেব্রুয়ারি পর্নো ছবি তৈরির সেই চক্রের কীর্তি ফাঁস হয়েছিল পুলিশের কাছে। সে সময় মুম্বাইয়ের একটি বাংলোয় অভিযান চালিয়ে ওয়েব সিরিজ ও শর্টফিল্মে কাজ দেওয়ার নামে তরুণ-তরুণীদের ফাঁসানোর অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছিল, যাঁরা ওই তরুণ-তরুণীদের পর্নো ছবিতে অভিনয় করতে বাধ্য করতেন।
বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি ২০০৯ সালে বিয়ে করেন শিল্পপতি রাজ কুন্দ্রাকে। বিলাসবহুল জীবনযাপন তাঁদের। এ দম্পতির দুই সন্তান আছে। ভারতের কুখ্যাত মাফিয়া দাউদ ইব্রাহিমের প্রধান সহচরদের একজন প্রয়াত ইকবাল মির্চির সঙ্গে অর্থ পাচার কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগও ছিল রাজ কুন্দ্রার বিরুদ্ধে।