হবিগঞ্জে চামড়ার হাটে অরাজক অবস্থা : দাম ১৫ থেকে ১৫০ টাকা
হবিগঞ্জ সংবাদদাতা

মৌসুমী চামড়ার হাট হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা রেলওয়ে স্টেশন। প্রতিবারের ন্যায় এবারও ঈদের দিন বিকেলে রেল লাইনের উপরে কোরবানির পশুর চামড়ার এই হাট বসে।
জানা গেছ- বুধবার (২১ জুলাই) বিকালে মনতলা রেলওয়ে স্টেশনের এই হাটে খুদে পাইকাররা গ্রাম ঘুরে চামড়া সংগ্রহ করে নিয়ে এসেও সুবিধা করতে পারেননি। তাদেরকে প্রতি পিস চামড়া বিক্রয় করতে হয়েছে ছোট ৫০ মাঝারি ১০০ বড় ১৫০টাকা করে। আর ছাগলের চামড়া বিক্রয় করা হয়েছে ১৫ থেকে ২০টাকা করে। শুধু মনতলা রেলওয়ে স্টেশন বাজারেই নয় উপজেলার প্রতিটি ইউনিয়ন এবং পৌরসভায় চামড়ার এই অরাজক অবস্থা দেখা গেছে। অনেকেই চামড়ার এই চরম দরপতনে গর্তকরে মাটিচাপা দিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।
এলাকার একটি মাদরাসার অধ্যক্ষ নাম প্রকাশ না করার শর্তে জানান- মাদরাসায় এলাকাবাসীর দান করা প্রায় তিন শতাধিক চামড়া গড়ে ৬০ টাকা দরে পাইকারি বিক্রয় করেছেন।
তিনি জানান- সরকার নির্ধারিত মূল্যে বিক্রয় করতে পারলে মাদরাসার একটি বড় অঙ্কের ফান্ড সংগ্রহ হত। কিন্তু দাম না পাওয়ায় তা আর হলো না। এসব হাটে প্রতিটি ছাগলের চামড়া বিক্রয় করা হয়েছে ১৫ থেকে ২০টাকায়।




