মাধবপুরে সহস্রাধিক পিস ইয়াবা’সহ দুই মাদক কারবারি আটক
হবিগঞ্জ সংবাদদাতা
হবিগঞ্জের মাধবপুর উপজেলা থেকে ১০০২ পিস ইয়াবা’সহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শুক্রবার (২৩ জুলাই) দুপুরে পুলিশ সুপার মো. মিজানুর রহমান এবং অতিরিক্ত পুলিশ সুপার বসু দত্ত চাকমার নেতৃত্বে র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার আদাঐর ইউনিয়নস্থ রাজনগর থেকে তাদের আটক করে।
আটক দু’জন হলো- মাধবপুর উপজেলার রসুলপুর গ্রামের আজগর আলীর ছেলে মিটু মিয়া (২৮) ও একই গ্রামের মিনার মিয়ার ছেলে মারজান মিয়া।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণকরার লক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক তাদেরকে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি সোমেন মজুমদার।