শায়েখ ওয়ারিস উদ্দীন মিয়াজানী’র ইন্তেকালে জমিয়তের শোক প্রকাশ
সংবাদ বিজ্ঞপ্তি
সিলেটের বিশ্বনাথ উপজেলার মিরেরচর মাদরাসার প্রতিষ্ঠাতা মোহতামীম ও সিলেট মহানগর জমিয়তের সভাপতি মাওলানা খলিলুর রহমানের শ্বশুর, মাওলানা শায়েখ ওয়ারিস উদ্দীন মিয়াজানী’র ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন জমিয়ত নেতৃবৃন্দ।
শনিবার (২৪ জুলাই) গণমাধ্যমে পাঠানো যৌথ বিবৃতিতে মাওলানা শায়েখ ওয়ারিস উদ্দীন মিয়াজানী’র ইন্তেকালে শোক প্রকাশ করেন- জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট জেলা সভাপতি মাওলানা মুশাহিদ আহমদ দয়ামিরী, মহানগর সভাপতি মাওলানা খলিলুর রহমান, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা নজরুল ইসলাম, বিশ্বনাথ উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা জহির উদ্দীন আহমদ, সাধারণ সম্পাদক মাওলানা শিব্বীর আহমদ, জেলা দপ্তর সম্পাদক মাওলানা সালেহ আহমদ শাহবাগী।
শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন- মাওলানা শায়খ ওয়ারিস উদ্দীন মিয়াজানী রহ.দ্বীনের বহুক্ষেত্রে অনন্য অবদান রেখে গেছেন। কেন্দ্রীয় জমিয়তের সাবেক সভাপতি (বাবায়ে জমিয়ত) আল্লামা শায়েখ আশরাফ আলী বিশ্বনাথী রহ. এর বলিষ্ট সহযোদ্ধা হিসেবে সর্বপ্রকার বাতিলের বিরুদ্ধে তিনি সোচ্চার ছিলেন।
জমিয়ত নেতৃবৃন্দ শায়েখ ওয়ারিস উদ্দীন মিয়াজানী রহ. এর আত্মার মাগফিরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, মাওলানা শায়েখ ওয়ারিস উদ্দীন মিয়াজানী গতকার শুক্রবার রাত ১টায় বিশ্বনাথস্থ নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৮৯ বছর। তিনি ৬ ছেলে, ৪ মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।