বানিয়াচংয়ে হাওরে মাছ ধরা নিয়ে দুই পক্ষের টেঁটাযুদ্ধে আহত ৫০
বানিয়াচং সংবাদদাতা
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় হাওরে মাছ ধরা নিয়ে দুই পক্ষের টেঁটাযুদ্ধে অন্তত ৫০ জন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় দুই জনকে সিলেটে পাঠানো হয়েছে। এছাড়া ১৫ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। শনিবার (২৪ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান- উপজেলার নয়াপাতারিয়া গ্রামের আজমান মিয়ার সঙ্গে একই গ্রামের খুর্শিদ মিয়ার বিভিন্ন বিষয় নিয়ে মতবিরোধ রয়েছে। শনিবার দুপুরে খুর্শিদ মিয়ার পক্ষের এক ব্যক্তি হাওরে মাছ ধরতে যান। এ সময় প্রতিপক্ষের লোকজন বাধা দেন। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র টেঁটা-বল্লম নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মক্রমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহাদ মিয়া জানান- সংঘর্ষে আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে পুলিশের ভয়ে অনেকেই হাসপাতালে যায়নি। বিভিন্ন প্রাইভেট ক্লিনিক চিকিৎসা নিয়েছে।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরান হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।