৫ প্রবাসীর পাঠানো ২৫০ ভেন্টিলেটর দেশে পৌঁছেছে
সময় সিলেট ডেস্ক :
দেশে করোনা রোগীদের চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্র থেকে পাঠানো ২৫০টি ভেন্টিলেটর দেশে পৌঁছেছে। যুক্তরাষ্ট্র প্রবাসী তিন বাংলাদেশি চিকিৎসক ও জাতিসংঘের সাবেক এক কর্মকর্তা এই ভেন্টিলেটরগুলো পাঠানোর নেপথ্যে ভূমিকা রেখেছেন।
শনিবার (২৪ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই ভেন্টিলেটর গ্রহণ করেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এবিএম আবদুল্লাহ, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ।
বিমানবন্দরে সংক্ষিপ্ত ব্রিফিংয়ে অধ্যাপক আবদুল্লাহ বলেন- ‘যুক্তরাষ্ট্র প্রবাসী ডা. জিয়াউদ্দিন আহমেদ, ডা. মাসুদুল হাসান, ডা. চৌধুরী হাফিজ হাসান, ডা. মাহমুদুর শামস বাপ্পী ও কানাডা প্রবাসী বাংলাদেশি চিকিৎসক ডা. আরিফুর রহমানের প্রচেষ্টায় এই ভেন্টিলেটর এসেছে। তাদের প্রচেষ্টার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
তিনি বলেন- ‘ভেন্টিলেটরগুলো প্রথমে যুক্তরাষ্ট্র থেকে নয়াদিল্লীতে পাঠানো হয়। সেখান থেকে বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে এগুলো দেশে আসে।’ তিনি আরও বলেন- ‘প্রধানমন্ত্রী নিজে দিল্লিতে বাংলাদেশ হাই কমিশন, পররাষ্ট্র মন্ত্রণালয় ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সবাইকে এই ভেন্টিলেটর দ্রুত দেশে আনার নির্দেশনা দিয়েছিলেন।’
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র প্রবাসী কার্ডিওলজিস্ট প্রফেসর ডা. চৌধুরী হাফিজ আহসান, কার্ডিওলজিস্ট প্রফেসর ডা. মাসুদুল হাসান, নেফ্রলজিস্ট প্রফেসর ডা. জিয়াউদ্দিন আহমেদ সাদেক ও সাবেক সিনিয়র ইউএন অফিসিয়াল মাহমুদ উস শামস চৌধুরীর ব্যক্তিগত উদ্যোগে ৪০০ ভেন্টিলেটরের ব্যবস্থা করেছেন। এর মধ্যে ২৫০টি ভেন্টিলেটর কয়েকদিন আগে যুক্তরাষ্ট্র থেকে দিল্লিতে এসে পৌঁছায়। সেগুলোই আজ ঢাকায় এলো। এর আগে তারা ১৫০টি ভেন্টিলেটর পাঠিয়েছেন বারডেম হাসপাতালে।