শায়েস্তাগঞ্জে রেইনবো এক্সপ্রেস পার্সেল সার্ভিসে চুরি : আটক ১
হবিগঞ্জ সংবাদদাতা

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে রেইনবো এক্সপ্রেস পার্সেল সার্ভিস লিমিটেডের অফিস থেকে ৬ লাখ ৩০ হাজার টাকা চুরির মামলায় ১ জন আটক।
মঙ্গলবার (২৭ জুলাই) সন্ধা ৫ ঘটিকায় রেইনবো এক্সপ্রেস পার্সেল সার্ভিস লিমিটেড-এর শায়েস্তাগঞ্জ শাখার ম্যানাজার খান মুজাহিদুর রহমান বাদী হয়ে ৬ লক্ষ ৩০ হাজার টাকা চুরির অভিযোগ তুলে অজ্ঞাতনামা আসামী করে চুনারুঘাট থানায় অভিযোগ দায়ের করেন।
চুনারুঘাট থানার অফিসার ইনচার্জের সার্বিক দিক-নির্দেশনা ও তদন্ত কর্মকর্তা তত্ত্বাবধায়নে এসআই ভূপেন্দ্র চন্দ্র বর্মন’সহ একদল পুলিশের সহায়তায় ১ ঘন্টার মধ্যে মামলার রহস্য উদঘাটন করা হয়েছে।
রেইনবোর সিন্দুক কেটে টাকা চুরির ঘটনায় রেইনবো এক্সেপ্রেস পার্সেল সার্ভিসেস লিমিটেডের শায়েস্তাগঞ্জ শাখার পার্সেল সহকারী হামিম (২২) নামে এক যুবককে আটক করা হয়।
তার দেওয়া তথ্য মতে- ৪ লক্ষ ৫২ হাজার ৫শ টাকা উদ্ধার করা হয়। পরবর্তীতে আটক আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে।




