লাখাইয়ে ঝগড়া থামাতে গিয়ে জনরোষের শিকার এসআই
লাখাই সংবাদদাতা
হবিগঞ্জের লাখাই উপজেলার স্থানীয় বুল্লা বাজারে মিনি ট্রাক চালকের কাছ থেকে ইজারাদারের প্রতিনিধির খাজনা আদায়কে কেন্দ্র করে ঘটে যাওয়া ঝগড়া থামাতে গিয়ে জনরোষের শিকার হয়েছেন লাখাই থানা পুলিশের এক এসআই।
শুক্রবার (৩০ জুলাই) বিকেলে এ ঘটনাটি ঘটে। এ সময় জনতা তাকে বেশ কিছুক্ষণ সময় অবরুদ্ধ করে রাখলে লাখাই থানা থেকে পুলিশের একটি দল এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জানা যায়- শুক্রবার বিকেলে সদর উপজেলার বাসিন্দা মিনি ট্রাক চালক এনামুল মালামাল নিয়ে এসে বুল্লাবাজারে আনলোড করেন। এ সময় বুল্লা বাজারের ইজারাদারের প্রতিনিধি হিসাবে সিংহ গ্রামের আওয়াল মিয়ার পুত্র আমিন মিয়া ট্রাক চালক এনামুলের কাছে ইজারাদারের খাজনা বাবদ ৫০ টাকা দাবি করেন। এনামুল খাজনার পরিমাণ বেশি দাবি করা হয়েছে জানিয়ে ৩০ টাকা দিতে চান। এ নিয়ে উভয়ের মধ্যে দীর্ঘক্ষণ বাকবিতণ্ডা চলে।
ওই সময় লাখাই থানার এসআই আবুল বাশার এগিয়ে এসে দু’জনের মধ্যে ঝগড়া থামাতে অনুরোধ করলে তারা দু’জনই ঝগড়া চালিয়ে যান। তখন আবুল বাশার তার হাতে থাকা বেত দিয়ে দু’জনকেই বেত্রাঘাত করেন। বেতের ফেটে যাওয়া অংশের আঘাত লেগে ট্রাক চালক এনামুলের হাত কেটে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান- হাতে রক্তক্ষরণ নিয়ে ট্রাক চালক এনামুল স্থানীয় জনতার মনোযোগ আকর্ষণ করতে মাটিতে পড়ে গড়াগড়ি দিতে থাকেন। উপস্থিত অনেকেই তাকে চিকিৎসা দিতে চাইলে তিনি বারবার বলতে থাকেন; তিনি এখানে কোনো চিকিৎসা করবেন না, হবিগঞ্জে তার বাড়ি, হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা করাবেন। তার এই আচরণে বিভ্রান্ত হয়ে এক সময় স্থানীয় জনতা পুলিশের এসআই আবুল বাশারের উপর চড়াও হন এবং বেশ কিছুক্ষণ সময় তাকে অবরুদ্ধ করে রাখেন।
খবর পেয়ে লাখাই থানা থেকে পুলিশের একটি দল এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ড্রাইভার এনামুলকে পুলিশের জিম্মায় নিয়ে চিকিৎসা করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।
এ ব্যাপারে পুলিশের এসআই আবুল বাশার জানান- তিনি বিবদমান দু’জনকেই শান্ত হওয়ার জন্য অনুরোধ করেন কিন্তু তারা নির্দেশ অমান্য করায় তিনি দু’জনকেই বেত্রাঘাত করেন। এ সময় বেতের ফেটে যাওয়া অংশের আঘাতে অসাবধানতাবশত এনামুলের হাত কেটে যায়।
এ বিষয়ে লাখাই থানার অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম জানান- আহত ড্রাইভারকে তারা নিজেরাই সব ধরণের চিকিৎসা করাচ্ছেন।