বিএনপি নেতা সাত্তারের পরিবারের পাশে এমদাদ চৌধুরী
সংবাদ বিজ্ঞপ্তি
সদ্য করোনায় মৃত্যুবরণকারী সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি মরহুম আব্দুস সাত্তারের পরিবারের পাশে দাঁড়িয়েছেন মহানগর বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী।
বৃহস্পতিবার (২৯ জুলাই) নগরীর দক্ষিণ সুরমার কায়েস্তরাইলস্থ মরহুমের বাসভবনে গিয়ে একমাত্র পুত্র নোমান’সহ পরিবারের খোজ খবর নেন এবং মরহুমের রুহের মাগফেরাত কামনায় মোনাজাত করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন- মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মুর্শেদ আহমদ মুকুল, আপ্যায়ন সম্পাদক আফজাল উদ্দিন, পরিবেশ বিষয়ক সম্পাদক আবুল কালাম, ২৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোতাহির আলী মাখন, সহ-সভাপতি নসিবুর রহমান বেলাল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন রানা, যুগ্ম-সাধারণ সম্পাদক জাবেদুল ইসলাম দিদার, বাচ্চু মিয়া, দফতর সম্পাদক মোশাইদ আলী, জেলা যুবদল নেতা হারুনুর রশিদ সংগ্রাম, কামরুল ইসলাম, ২৫নং ওয়ার্ড ছাত্রদল নেতা স্বপন আহমদ ও ইসলাম উদ্দিন প্রমুখ।