আব্দুল লতিফ তানু’র মৃত্যুতে মহানগর যুব জমিয়ত সভাপতি কবীর আহমদ-এর শোক
সংবাদ বিজ্ঞপ্তি
সিলেট নগরীর জিন্দাবাজার রাজা ম্যানশন ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি ও শাহজালাল ট্রাভেলসের স্বত্বাধিকারী, কুশিয়ারা যুব কল্যাণ পরিষদের সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্টা, আব্দুল লতিফ তানু’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন- যুব জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগরীর সভাপতি ও কুশিয়ারা যুব কল্যাণ পরিষদের কার্যকরী সদস্য মাওলানা কবীর আহমদ।
সোমবার (২ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি শোক প্রকাশ করেন। শোক বার্তা মরহুমের জন্য মহান প্রভুর দরবারে মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ,আব্দুল লতিফ তনু সোমবার (২ আগস্ট) সিলেট নগরীর একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় রাত সারে ৩টায় মৃত্যুবরণ করেন। মরহুমের নামাজে জানাযা সোমবার বাদ জোহর তার গ্রামের বাড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার মেহেরপুর (পানিআগা) গ্রামে অনুষ্ঠিত হয়।