বানিয়াচংয়ে পলাতক আসামি গ্রেপ্তার
হবিগঞ্জ সংবাদদাতা
হবিগঞ্জের বানিয়াচংয়ে মোটরসাইকেল চুরি মামলার পলাতক আসামি আজিজুর রহমান হেলাল (২২) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
ধৃত হেলাল উপজেলা সদরের যাত্রাপাশা গ্রামের আরশাদুল ওরফে আশাদুল মিয়ার ছেলে। সোমবার (২ আগস্ট) রাতে উপজেলার যাত্রাপাশা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরান হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।