নবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাস চালকের মৃত্যু
নবীগঞ্জ সংবাদদাতা
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুমন দাশ (৩০) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত সুমন দাশ উপজেলার কালিয়াভাঙ্গা ইউনিয়নের মান্দারকান্দি গ্রামের সঞ্জয় দাশের ছেলে। পেশায় তিনি একজন বাস চালক ছিলেন।
বুধবার (৪ আগস্ট) দুপুরে নবীগঞ্জ পৌরসভার ছালামতপুর বাসস্ট্যান্ড এলাকায় তার বাসটি মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মারা যান।
স্থানীয়রা জানান- পৌর এলাকার ছালামতপুর বাস টার্মিনালে নষ্ট বাসটি নিয়ে মেরামত করতে যান সুমন। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশের সাব ইন্সপেক্টর সুচরিত দাশ সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশটি মর্গে প্রেরনের ব্যবস্থা করেন।
নবীগঞ্জ থানার (ওসি) মোহাম্মদ ডালিম আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান- নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্ত শেষে মরদেহটি তার স্বজনদের জিম্মায় দেয়া হবে।