বানিয়াচংয়ে মোটরসাইকেল চোর চক্রের সদস্য গ্রেফতার
হবিগঞ্জ সংবাদদাতা
হবিগঞ্জের বানিয়াচংয়ে মোটর সাইকেল চোর চক্রের সদস্য তোফায়েল আহমেদ (২০) কে গ্রেফতার করেছে পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সদরের শরীফখানি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত তোফায়েল আহমেদ শরীফখানি মহল্লার আব্দুর রউফের পুত্র।
বুধবার (৪ আগস্ট) বিকেলে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন বানিয়াচং থানার (ওসি) মোহাম্মদ এমরান হোসেন।
তিনি জানান- সম্প্রতি বানিয়াচঙ্গে মোটরসাইকেল চুরির ঘটনা বেড়েছে। গত কয়েকদিনে বেশ কয়েকটি মোটর সাইকেল চুরি হয়েছে। এরই প্রেক্ষিতে চোরদের ধরতে অভিযানে নামে পুলিশ। এক পর্যায়ে মোটরসাইকেল চোর চক্রের সদস্য তোফায়েলকে মঙ্গলবার দিবাগত ভোর রাতে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মোটর সাইকেল চুরি মামলায় গ্রেফতারী পরোয়ানা রয়েছে। বুধবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
ওসি আরও জানান- এর পুর্বে বানিয়াচঙ্গের যাত্রাপাশা এলাকায় অভিযান চালিয়ে আজিজুর রহমান হেলাল নামে অপর আরেক মোটর সাইকেল চোরকে গ্রেফতার করা হয়। পরে সে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি দেয় এবং চুরির সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। বর্তমানে সেও কারাগারে রয়েছে।