বাংলাদেশ ব্যাংকে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
সংবাদ বিজ্ঞপ্তি
বাংলাদেশ ব্যাংকের ডিজিএম আবু ওয়াফা মো. মুফতি ও মোস্তফা আজাদ কামাল-এর প্রধান কার্যালয়ে বদলী উপলক্ষে এক বিদায় সংবর্ধনা ৫ আগস্ট বৃহস্পতিবার বিকাল ৪টায় ব্যাংকের সম্মেলন কক্ষে স্বাস্থ্য বিধি ও শারীরিক দূরত্ব মেনে অনুষ্ঠিত হয়।
মহাব্যবস্থাপক মো. সিরাজুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- নির্বাহী পরিচালক মো. আবুল বশর।
সহকারী পরিচালক অমিত্র সূদন পালের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মো. গোলাম রব্বানী। বক্তব্য রাখেন- ডিজিএম (প্রশাসন) খালেদ আহমদ, ডিজিএম (ভি.ইউ) নৃত্য রঞ্জন দত্ত পুরকায়স্থ, ডিজিএম (ডিবিআই) ও অফিসার্স কাউন্সিল ওয়েলফেয়ার কাউন্সিলের সভাপতি জাবেদ আহমদ, সেক্রেটারি উপপরিচালক রাজেশ্বর ভট্টাচার্য্য, যুগ্ম-পরিচালক মোহাম্মদ আলী আকতার, সহকারী পরিচালক বায়না নাওমী।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ডিজিএম শামীমা নার্গিস, মো. আমিনুল ইসলাম, আবু তৈয়ব মো. আব্দুল্লাহ, মো. আতিকুর রহমান, কালিপদ রায়, সঞ্জীবন মজুমদার, মো. সফিকুল ইসলাম, যুগ্ম-পরিচালক মো. ইকবাল হাসান, মো. নুর আহমদ, প্রসুন কান্তি সামন্ত, সুভেন্দু কুমার দেব, মো. বাবুল আক্তার, উপ-পরিচালক শাহ মো. আশরাফ সিদ্দিকী, অফিসার্স এসোসিয়েশনের সভাপতি মো. আব্দুল কাইয়ুম, অফিসার মো. আশরাফুজ্জামান, কর্মচারী নেতা আবু হেনা মো. ফারহান, অনিমেষ কুমার নাগ, রুবেল চৌধুরী প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে নির্বাহী পরিচালক মো. আবুল বশর শোকাবহ বেদনাদায়ক আগস্ট মাসে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্ট ১৯৭১ শাহাদাতবরণকারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব’সহ তাদের পরিবারের সকল সদস্যদের। তিনি তাদের রুহের মাগফেরাত কামনা করেন।
নির্বাহী পরিচালক মো. আবুল বশর বলেন- বঙ্গবন্ধুর মতো নেতার জন্ম না হলে, বঙ্গবন্ধু স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশের জন্ম না দিলে আজ আমরা বড় বড় পদে অধিষ্ঠিত হতে পারতাম না। বঙ্গবন্ধুর কাছে পুরো বাঙালী জাতি ঋণী। এ সময় তিনি বিদায়ী অতিথিদের সার্বিক সাফল্য কামনা করেন।
বিদায়ী অতিথির বক্তব্যে ডিজিএম আবু ওয়াফা মো. মুফতি ও মোস্তফা আজাদ কামাল তাদের বক্তব্যে সিলেট অফিসের কর্মপরিবেশের ভূয়সী প্রশংসা করে করোনাকালেও এ ধরণের সুন্দর অনুষ্ঠান করে বিদায় জানানোর জন্য কৃতজ্ঞতা জানান।
সভাপতির বক্তব্যে মহাব্যবস্থাপক মো. সিরাজুল ইসলাম বিদায়ী অতিথির কাজের ভূয়সী প্রশংসা করেন। তিনি অফিসের কাজের বাহিরে সামাজিক ও মানবিক সকল কাজে বিদায়ী অতিথিদের স্বতস্ফুর্ত অংশগ্রহনের কথাও স্মরণ করেন।
ব্যাংক পরিদর্শন বিভাগ ও বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ আয়োজিত অনুষ্ঠানে বিদায়ী অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল ও ডিজিএম নৃত্য রঞ্জন দত্ত পুরকায়স্থ এর পক্ষ হতেও বিদায়ী অতিথিদের উপহার প্রদান করা হয়।