আশ-শিহাব পরিষদ ইউকে’র ত্রি-বার্ষিক বৈঠক অনুষ্ঠিত
বিশেষ সংবাদদাতা
জামেয়া মাদানিয়া আঙ্গুরা মুহাম্মদপুর-এর প্রাক্তন শিক্ষার্থীদের প্রবাসী সংগঠন আশ-শিহাব পরিষদ ইউকে’র ত্রি-বার্ষিক সাধারণ সভা গত মঙ্গলবার (৩ আগস্ট) বাদ আসর লন্ডনের দারুস সুন্নাহ মাদরাসায় পরিষদের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুল আযীয রেফারী’র সভাপতিত্বে ও জেনারেল সেক্রেটারি মাওলানা আশফাকুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে আশ-শিহাব ইউকে শাখা’র পুরাতন কমিটির বিলুপ্ত ঘোষণা করে আগামী তিন বছর মেয়াদী (২০২১-২০২৪) সংগঠনের নতুন কমিটি ভিডিও কানফারেন্স এর মাধ্যেমে ঘোষণা করেন- জামেয়া মাদানিয়া আংগুরা মোহাম্মদপুর-এর মুহতামিম শায়খ মাওলানা জিয়া উদ্দিন।
নবনির্বাচিত কমিটিতে দায়িত্বশীলরা হলেন- উপদেষ্টা শায়খুল হাদিস আল্লামা হাফিয মাহমুদ হোসাইন (বার্মিংহাম), মাওলানা জালাল উদ্দিন (পোর্টস্মোথ), মাওলানা জয়নাল আবেদিন, মাওলানা শফিকুর রহমান, মাওলানা আবদুল আযিয রেফায়ি, মাওলানা হিলাল আহমদ ও মাওলানা আবদুল খালিক।
সভাপতি মাওলানা জহির উদ্দিন, সহ-সভাপতি মুফতি সাদিক রহমান, সহ-সভাপতি মাওলানা নজির উদ্দিন, সহ-সভাপতি আলহাজ্ব জামিল বদরুল, সাধারণ সম্পাদক মাওলানা সালেহ আহমদ, সহ-সাধারণ সম্পাদক মাওলানা সাইফুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মাওলানা মাহফুয আহমদ এবং অর্থ সম্পাদক মাওলানা ফুজায়েল আহমদ।
বৈঠকে উপস্থিত ছিলেন- মাওলানা ময়নুল হক চৌধুরী, মাওলানা সাদিকুর রহমান’সহ নবনির্বাচিত কমিটির দায়িত্বশীলবৃন্দ।
পরিশেষে আশ-শিহাব পরিষদ ইউকে’র দীর্ঘদিনের সভাপতি মরহুম মাওলানা মোস্তফা আহমদ পাতনী রহ. মাওলানা শিহাব উদ্দিন রহ. ও মাওলানা সালেহ আহমদ-এর মাতার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।