
বাধা হয়ে থাকা মার্শকে ফেরালেন শরীফুল এ উইকেটটাই খুঁজছিল বাংলাদেশ। রান-বলের ব্যবধান বাড়ার চাপ কমাতে শট খেলতে হল মিচেল মার্শকে, ক্রিজ ছেড়ে বেড়িয়ে এসে তুলে মেরেছিলেন। লং-অফ থেকে ছুটে এসে ভালো ক্যাচ নিয়েছেন মোহাম্মদ নাঈম। ৫১ রানে ফিরলেন মার্শ। নিশ্চিতভাবেই ম্যাচে এখন এগিয়ে বাংলাদেশ।