ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি কুয়েতের মাসিক সভা অনুষ্ঠিত
সংবাদ বিজ্ঞপ্তি
ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি কুয়েত-এর মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে কুয়েত সিটি হোটেলে ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি কুয়েতের সভাপতি মো. ফুয়াদ আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহাদ আম্বিয়া খোকনের পরিচালনায় এ সভা অনুষ্ঠিত হয়।
মাসিক সভায় বক্তব্য রাখেন- সাংগঠনিক সম্পাদক আহাদ সাহেদ, সিনিয়র যুগ্ম-সাধারন সম্পাদক মাহবুবুব খান, সহ-সাংগঠনিক সম্পাদক মো. খলিল খান, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব খান, যুগ্ম-সম্পাদক জিয়াউর রহমান জিয়া’সহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমিতি সিদ্ধান্ত হয় করোনার সময় নিজের এলাকায় গরীব অসহায় মানুষদের সাহায্য করার এবং তা গোপনে করা হবে। সমিতির কোন অনুদান এখন প্রচার করে দেয়া হবে না। শুধু মাত্র সমিতির নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট জনপ্রতিনিধি অবহিতি থাকবেন। অসহায় মানুষের অনুদানের সময় ছবি তোলা যাবে না।