ব্যারিস্টার সুমনকে আওয়ামী যুবলীগ থেকে অব্যাহতি
স্টাফ রিপোর্টার
যুবলীগ কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। শনিবার (৭ আগস্ট) এ সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি। এ তথ্য নিশ্চিত করেছেন যুবলীগের দফতর সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুদ।
গত বছরের নভেম্বরে আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন যুবলীগের পূর্ণাঙ্গ কমিটিতে আলোচিত আইনজীবী সৈয়দ সায়েদুল হক সুমনকে আইন বিষয়ক সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়। সম্প্রতি সামাজিক মাধ্যমে বিভিন্ন মন্তব্যের কারণে ব্যাপক আলোচিত-সমালোচিত হয়েছেন ব্যারিস্টার সুমন।
কেন্দ্রীয় যুবলীগের উপ-দফতর সম্পাদক দেলোয়ার শাহাজাদা সংবাদ মাধ্যমকে বলেন- ব্যারিস্টার সুমনকে সংগঠন থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। সংগঠনের শৃঙ্খলা বহির্ভূত কাজের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।