বাংলাদেশ-ভারত সংস্কৃতি মৈত্রী সিলেট জেলা আহ্বায়ক কমিটি গঠিত
স্টাফ রিপোর্টার
বাংলাদেশ-ভারত সংস্কৃতি মৈত্রী সংগঠনের সিলেট জেলার আহবায়ক কমিটি গঠিত হয়েছে। গত শুক্রবার (৬ আগস্ট) সন্ধ্যা ৭টায় উভয় দেশের সংস্কৃতিকর্মীদের মধ্যে এক ভার্চুয়ালী সভায় বাংলাদেশের সিলেট জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষে ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।
এ সময় ভার্চ্যুয়ালী সভায় বাংলাদেশ-ভারত থেকে অংশ গ্রহণ করেন- সংগঠনের সভাপতি শেখ সহিদুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম রাকিব, সাংগঠনিক সম্পাদক নাফিজ মাহবুব ও অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় সর্বসম্মতিক্রমে বাংলাদেশ ভারত সংস্কৃতি মৈত্রী সংগঠনের সদস্য, সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের তেলিকোনা চিশতিয়া দরবার শরীফের বর্তমান গদিনিশীন মোতাওয়াল্লী শাহ সিদ্দিকুর রহমান চিশতী’কে আহবায়ক ও বিশিষ্ট বাউল শিল্পী শীতন বাবু’কে সদস্য সচিব করে ২১ সদস্যের সিলেট জেলা আহবায়ক কমিটি গঠন করা হয়।
আহবায়ক কমিটির অন্যান্য দায়িত্বশীল ও সদস্যরা হলেন- যুগ্ম-আহবায়ক সিরাজ উদ্দিন শিরুল, কবি কামরুন্নাহার চৌধুরী শেফালী ও বাউল দিলওয়ার আমিরী। যুগ্ম-সদস্য সচিব রাজা মিয়া ও বাউল পতিক রাজু। সদস্য বাউল বশির উদ্দিন সরকার, বাউল দেওয়ান কালা, বাউল সৌভাগ্য দেবী, মুহিন চিশতী, বাউল জাকির আমিরী, সঞ্জিত দাস, দিলিপ মালাকার ময়না, জালালী সুরাইয়া তারা, মাসুম আহমদ, আহমদ শরিফ, মো. মাশুক মিয়া, বিজন চন্দ্র দাশ বিজয়, আহমদ অনিক ও শাহ মো. আঙ্গুর মিয়া।
এদিকে, সিলেট জেলা আহবায়ক কমিটি অনুমোদন দেওয়ায় সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম-সাধারণ সম্পাদক, বিশিষ্ট সংগীত শিল্পী এইচ এম রাকিব’সহ সংশ্লিষ্ট সবাইকে নবগঠিত এই সিলেট জেলা আহবায়ক কমিটির নেতৃবৃন্দের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।
উল্লেখ্য; ২০২০ সালে বাংলাদেশ ন্যাশনাল কংগ্রেস সভাপতি কবি শেখ সহিদুজ্জামানকে সভাপতি ও ভারতের বিশিষ্ট সাহিত্যিক সাদন বাগচি কে সাধারণ সম্পাদক করে দুই দেশীয় আন্তর্জাতিক সংস্কৃতি সংগঠন প্রতিষ্ঠা করা হয়।