যুব জমিয়ত নেতা সাহেদ আহমদের বড়ভাই এর ইন্তেকাল : শোক প্রকাশ
সংবাদ বিজ্ঞপ্তি
যুব জমিয়ত বাংলাদেশ বিয়ানীবাজার উপজেলার সাংগঠনিক সম্পাদক সাহেদ আহমেদ-এর বড়ভাই জাহেদ আহমেদ (৫১) ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বৃহস্পতিবার (৫ জুলাই) বিকাল ৬টায় বিয়ানীবাজার উপজেলার আংগুরা মোহাম্মদপুর নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। শুক্রবার বেলা ২টায় আংগুরা মোহাম্মদপুর প্রাইমারি স্কুল মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার ইমামতি করেন জামেয়া মাদানিয়া আংগুরা মোহাম্মদপুর-এর মোহতামীম আল্লামা শায়েখ জিয়া উদ্দীন। জানাযা শেষে স্থানীয় কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
জানাযায় গণ্যমান্য ব্যক্তিবর্গ মধ্যে উপস্থিত ছিলেন- আংগুরা মাদরাসা নির্বাহী মোহতামীম মাওলানা ফারুক আহমদ, মুহাদ্দীস মাওলানা আব্দুল হাফিজ, জমিয়তে উলামায়ে ইসলাম বিয়ানীবাজার উপজেলা সভাপতি মাওলানা আসআদ উদ্দীন আল মাহমুদ, সহ-সভাপতি মাওলানা আব্দুল খালিক ক্বাসিমী, জকিগঞ্জ উপজেলা সহ-সভাপতি মাওলানা বিলাল আহমদ ইমরান, বিয়ানীবাজার উপজেলা যুব জমিয়তের সভাপতি মাওলানা তোফায়েল আহমদ, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আল মামুন, সুনামগঞ্জ জেলা ছাত্র জমিয়তের সাবেক সভাপতি হাফিজ তাহা হোসাইন, উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি হাফিজ মারুফুল হাসান, যুগ্ম-সম্পাদক রুহুল আলম প্রমুখ।
এদিকে, মাওলানা সাহেদ আহমেদ-এর বড়ভাই জাহেদ আহমেদ এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন- জমিয়তে উলামায়ে ইসলাম বিয়ানীবাজার উপজেলা সভাপতি মাওলানা আসআদ উদ্দীন আল মাহমুদ, বিয়ানীবাজার উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মুফতি শিব্বীর আহমদ, সিলেট জেলা জমিয়তের দপ্তর সম্পাদক মাওলানা সালেহ আহমদ শাহবাগী, উপজেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল হামিদ খান, যুব জমিয়ত বিয়ানীবাজার উপজেলা সভাপতি মাওলানা তোফায়েল আহমদ, সিলেট জেলা ছাত্র জমিয়তের আহবায়ক হাফিজ ফরহাদ আহমদ, যুব জমিয়ত সিলেট মহানগরীর অর্থ সম্পাদক আবু সুফিয়ান, বিয়ানীবাজার উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি হাফিজ মারুফুল হাসান, সহ-সভাপতি হাফিজ আব্দুল্লাহ।
নেতৃবৃন্দ এক যৌথ শোকবার্তায় মরহুমের মাগফিরাত কামনা এবং শোকাহত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।