রজব আলী খান নজীবের ৪র্থ মৃত্যু বার্ষিকীতে খতমে কুরআন ও দোয়া মাহফিল
সংবাদ বিজ্ঞপ্তি
গ্রীন ডিজএ্যাবলড ফাউন্ডেশন (জিডিএফ)-এর উদ্যোগে জাতীয় প্রতিবন্ধী ফোরামের সভাপতি ও জিডিএফ’র প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক, সর্বজন পরিচিত মরহুম রজব আলী খান নজীবের ৪র্থ মৃত্যু বার্ষিকী উপলক্ষে খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৮ আগস্ট) বিকেল স্বাস্থ্য বিধি মেনে লাইভের মাধ্যমে নগরীর জিন্দাবাজারস্থ জিডিএফ’র কার্যালয়ে আয়োজিত দোয়া মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন- জিডিএফ’র মহাসচিব, নির্বাহী পরিচালক বায়জিদ খান।
জিডিএফ’র ব্যাবস্থাপক স্বপন মাহমুদ-এর পরিচালনায় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- মরহুমের বড় ভাই রাজিবুল্লাহ খান, ভাতিজা রায়হান খান। এছাড়াও উপস্থিত ছিলেন- সৈয়দ মাহমুদুল হক জাবেদ, ফটো সাংবাদিক নুরুল ইসলাম ও আব্দুল খালিক, জিডিএফ’র হিসাব রক্ষক ফজলে এলাহী, শিক্ষিকা নমিতা রাণী দে ও রুবিনা আক্তার প্রমুখ। দোয়া মাহফিলে দৃষ্টি প্রতিবন্ধি শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে সূচিত এই দোয়া মাহফিলে মরহুম রজব আলী খান নজীবের রূহের মাগফেরাত কামনা এবং মহামারী করোনা ভাইরাসে মৃত্যুবরণকারীদের রুহের মাগফেরাত ও আক্রান্তদের সুস্থতা এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন- ধর্মীয় শিক্ষক মাওলানা আনিসুল হক।