চুনারুঘাট থেকে ১৪শ’ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
সময় সংগ্রহ
র্যাব-৯ এর অভিযানে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানাধীন এলাকা থেকে ১ হাজার ৪০০পিস ইয়াবাসহ একজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (৮ আগস্ট) বিকাল ৩টা ৫০ মিনিটে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সদর কোম্পানি (সদর ক্যাম্প, সিলেট) এর একটি আভিযানিক দল তাকে গ্রেপ্তার করে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন র্যাব-৯ এর অধিনায়ক লে. কর্নেল আবু মুসা মো. শরীফুল ইসলাম, মেজর মাহফুজুর রহমান এবং এএসপি সোমেন মজুমদার।
র্যাব জানায়- গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানাধীন ১নং ইউনিয়নের ৫নং ওয়ার্ডের গোবরখলা সাকিনস্থ ফারুক মিয়ার (৫০) বসত বাড়ীর দক্ষিণ পাশের সড়কের উপর অভিযান পরিচালনা করা হয়। এসময় তার কাছ থেকে ১ হাজার ৪০০ পিস ইয়াবা জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত আসামীর নাম ও ঠিকানা- ফারুক মিয়া(৫০), পিতা.- মৃত চন্দু মিয়া, সাং- গোবরখলা, থানা- চুনারুঘাট, জেলা- হবিগঞ্জ।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ; ২০১৮ এর ৩৬(১) এর১০(ক) ধারায় মামলা দায়ের পূর্বক আসামী ও জব্দকৃত আলামতসহ হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাব।