রাতে বের হয়ে জরিমানা গুনতে হলো নায়িকার
বিনোদন ডেস্ক
বিধিনিষেধ উপেক্ষা করে রাতে গাড়ি নিয়ে বেরনোর অভিযোগ উঠল কলকাতার নায়িকা ইশা সাহার বিরুদ্ধে। যার কারণে জরিমানাও গুনতে হয়েছে। শনিবার রাতে চেকিংয়ের সময় ইশার গাড়ি আটক করে পুলিশ। পিছনের সিটে বসেছিলেন নায়িকা। তাঁর বিরুদ্ধে অভিযোগ- বিধিনিষেধ ভেঙ্গে কেন তিনি গাড়ি নিয়ে বেরিয়েছেন, তার নাকি কোনও সদুত্তর দিতে পারেননি। উপরন্তু গাড়ির যথাযথ কাগজ-পত্রও দেখাতে পারেননি।
আটক হওয়ার পর ইশা সাহা পুলিশের গাড়িতেই থানায় যান। এনিয়ে ক্ষুব্ধ ইশা অভিযোগ করে ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন- তিলকে তাল করে দেখানো হচ্ছে। গুজব রটানো হয়েছে যে, তিনি কাগজপত্র দেখাতে পারেননি। আসল বিষয়টা হল, বিধিনিষেদের মধ্যে বেরনোর অনুমতি নেওয়া ছিল না। সংবাদমাধ্যমকে এমনটাই জানিয়েছেন ইশা।
শুধু তাই নয়, নায়িকার অভিযোগ, থানায় যাওয়ার পর তাঁর গাড়ির চালকের সঙ্গে অভদ্র আচরণ করা হয়েছে। জোরপূর্বক জামার কলার ধরে টেনে নিয়ে যাওয়া হয়েছে। জানিয়েছেন- শুটিং থেকে ফিরছিলেন তিনি। সাধারণত রাত ৮টা থেকে ৯টার মধ্যে শুটিং শেষ করে ফেরেন। কিন্তু সেদিন অতিরিক্ত কাজ থাকায় ফিরতে দেরি হয়। এর মধ্যে আরো এক চেকিংয়ে তাকে ৪০-৪৫ মিনিট আটকে রাখা হয়েছিল। তাতে আরও দেরি হয়ে যায়। সেখান থেকে বেরিয়ে অন্য চেকে এসে এমন হেনস্থার মুখে পড়েন।
ক্ষুব্ধ ইশার প্রশ্ন- “আমি কি মদ খেয়েছি, না খুন করেছি, বিষয়টাকে এত বড় করে কেন দেখানো হচ্ছে? তাছাড়া আমার গাড়ির সঙ্গে তো আরও গাড়ি আটক হয়েছিল।”