বঙ্গমাতার জন্মবার্ষিকীতে সিলেট জেলা কৃষকলীগ নেতৃবৃন্দের দোয়া মাহফিল
সংবাদ বিজ্ঞপ্তি
সিলেট জেলা কৃষকলীগ নেতৃবৃন্দের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত রোববার (৮ আগস্ট) রাতে দক্ষিণ সুরমার কদমতলীস্হ আল-আকিব আবাসিক হোটেলে আয়োজিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামী কৃষকলীগের কেন্দ্রীয় সহ-অর্থ সম্পাদক রেজাউল হক রাসেল, সিলেট জেলা কৃষ লীগের সিনিয়র সহ-সভাপতি ডা. মিফতাউল হোসেন সুইট, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ুম বিলু, কুটি ও শিল্প বিষয়ক সম্পাদক সাইয়ুম বকস, মৎস্য ও প্রাণি সম্পদ বিষয়ক সম্পদ শামীম কবির, ধর্ম বিষয়ক সম্পাদক মোফাজ্জল হোসেন তারা মিয়া, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক মো. ফখরুল ইসলাম, জেলা সদস্য আব্দুল কাইয়ুম, সাবেক জেলা ছাত্রলীগ নেতা ও কৃষকলীগ নেতা মোহাম্মদ সালা উদ্দিন পারভেজ, মো. মকবুল হোসেন, এডভোকেট রঞ্জু দেবনাথ, এডভোকেট মহসিন মিয়া, শামীম আহমদ, সৈয়দ মোস্তাক আহমদ, আলাজুর রহমান, ইনুছ আলী, সানাউল ইসলাম মিসবাহ প্রমুখ।
মিলাদ ও দোয়া মাহফিলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব’সহ পনেরো আগস্টে নিহত তাঁর পরিবারের সদস্যদের আত্মার মাগফেরাত ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা’সহ পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করে এবং মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত বিশ্বের মানবজাতির সুস্থতা ও মঙ্গল কামনা করে মোনাজাত পরিচালনা করেন ক্বারী নজরুল ইসলাম।