সময় সাহিত্য : কবিতার প্রেম নীরবে-শাহ্ কামাল আহমদ
সময় সাহিত্য
কবিতার প্রেম নীরবে
শাহ্ কামাল আহমদ
চাঁদের জ্যোৎস্না ঝরে পড়ে
শিশিরের মতো…
মাতাল হাওয়া ঢেউ তুলে যায় সাগরে
স্বপ্নময় এমন মুহূর্তে সে যদি
থাকতো পাশে!
স্বপ্নে পাওয়ার মতো পাইনি
যদিও স্বপ্ন আমাকে দেখিয়েছে
তোমার পূর্ণিমা-চাঁদ-মুখ।
প্রিয়তমা, কবি আমি
কবিতার জন্য না হয় একটি বার এসো।
যেদিন আসবে তুমি
বঁধু নাম দিবো আমি তোমায় সেদিন।
কবিতার মায়াজালে আঁকা ফুল-পাখি
একাকার হয়ে গেছে
জীবনের বর্ণিল আয়োজন।
ভাবনাহীন-ঘুম জলে ভাসে
দিনের আলোয় যতবার গিয়েছিলাম ছুটে
তোমার ছায়ার কাছে
ততবার ফিরেছি ব্যথার পথ হেঁটে
নীল কষ্টের রঙ মেখে-বনবাসী কৌতুহলে।
আমি আছি এখনও তোমার সাথে, নীরবে
ভালোবাসার উজ্বল প্রভাতে।