মাওলানা আব্দুল মান্নানের ইন্তেকালে জমিয়ত নেতৃবৃন্দের শোক
সংবাদ বিজ্ঞপ্তি
কাজির মাদরাসার প্রাক্তন মুহাদ্দিস ও তালতলা বায়তুল মামুন জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল মান্নান (নন্দিরগাঁও হুজুর) এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন জমিয়তে উলামায়ে ইসলামের নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (১২ আগস্ট) গণমাধ্যমে পাঠানো যৌথ বিবৃতিতে শোক প্রকাশ করেছেন- জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট জেলা সভাপতি মাওলানা মুশাহিদ আহমদ দয়ামিরী, সহ-সভাপতি মাওলানা আতাউর রহমান, মহানগর সভাপতি মাওলানা খলিলুর রহমান, জেলা সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মালিক ক্বাসিমী, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা নজরুল ইসলাম, জেলা জমিয়তের দপ্তর সম্পাদক মাওলানা সালেহ আহমদ শাহবাগী, গোয়াইঘাট উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক ও গোয়াইঘাট উপজেলার ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েস, সিলেট মহানগর যুব জমিয়তের সভাপতি মাওলানা কবীর আহমেদ, গোয়াইনঘাট উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি হাফিজ জাকির হোসাইন, সাধারণ সম্পাদক ওলিউর রহমান।
উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল ৮টায় মাওলানা আব্দুল মান্নান ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, ৪ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।