বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে হবিগঞ্জে পুষ্পার্ঘ্য অর্পন ও দোয়া অনুষ্ঠিত
হবিগঞ্জ সংবাদদাতা
বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে হবিগঞ্জে আলোচনা সভা, পুষ্পার্ঘ অর্পন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার (১৫ আগস্ট) সকালে হবিগঞ্জ জেলা আওয়ামীগ সভাপতি এমপি এডভোকেট মো. আবু জাহিরের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-৩ আসনের এমপি আব্দুল মজিদ খান, জেলা প্রশাসক ইশরাত জাহান, পুলিশ সুপার মো. মুরাদ আলী।
এছাড়াও বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে হবিগঞ্জের বিভিন্ন স্থানে দিনভর নানা অনুষ্ঠান ও কর্মসূচি পালিত হয়েছে।