হবিগঞ্জে শোক দিবসে চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত
হবিগঞ্জ সংবাদদাতা
পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) হবিগঞ্জ জেলা কর্তৃক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রোববার (১৫ আগস্ট) জেলা পুলিশ লাইনে, চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- হবিগঞ্জ জেলা পুলিশ সুপার এস এম মুরাদ আলি।
হবিগঞ্জ পুনাকের সভানেত্রী মিসেস তাহেরা রহমান-এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা।
এছাড়াও উপস্হিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মাহফুজা আক্তার শিমুল, ডিবি ওসি আল আমিন, হবিগঞ্জ সদর মডেল থানার ওসি মাসুক আলী, পুনাক সহ-সভানেত্রী অ্যামি চাকমা, শর্মিলা দে, শামিমা নাসরিন দীপা, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, সাংবাদিক এসএম সুরুজ আলী, বাংলাদেশ রিপোর্টোস ক্লাব হবিগঞ্জ জেলা শাখার সভাপতি সাংবাদিক অপু আহমেদ রওশন, সাধারণ সম্পাদক মো. তানভীর হোসেন ও হবিগঞ্জের বিভিন্ন থানার পুলিশ কর্মকর্তাবৃন্দ।
আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।