প্রখ্যাত চিকিৎসক অধ্যাপক ডা. এস এম আবুল লেইছ এর ইন্তেকাল : দাফন সম্পন্ন
স্টাফ রিপোর্টার
সিলেটের প্রখ্যাত ও জনপ্রিয় মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ডা. সৈয়দ মোহাম্মদ আবুল লেইছ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন।
শুক্রবার (২০ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টায় সিলেট মহানগরীর হাউজিং এস্টেটের বাসায় তিনি ইন্তেকাল করেন।
দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভোগছিলেন অধ্যাপক ডা. এস এম আবুল লেইছ। মৃত্যুকালে তার বয়স ছিল আনুমানিক ৯১ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পরদিন শনিবার বাদ জোহর মরহুমের গ্রামের বাড়ি সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের ইসলামাবাদ গ্রামস্থ জামেয়া ইসলামিয়া আব্বাসিয়া কৌড়িয়া মাদরাসা প্রাঙ্গনে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন তার আপন চাচাতো ভাই ওই মাদরাসার বর্তমান মুহতামিম মাওলানা হাফেজ শায়েখ মুহসিন আহমদ। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
ডা. আবুল লেইছ জামেয়া ইসলামিয়া আব্বাসিয়া কৌড়িয়া মাদরাসার প্রতিষ্ঠাতা, শায়খুল মাশায়েখ, ইমামে মাদানী হাফিজ মাওলানা আবদুল করিম শায়খে কৌড়িয়া রহ. এর আপন ভাতিজা এবং ওলীয়ে কামিল শাহ সূফি সৈয়দ আব্বাস আলী ইসলামাবাদী রহ. এর বড় নাতি। তিনি সিলেট নগরীর হাউজিং এস্টেটের ৮১নং বাসায় বসবাস করছিলেন।