সিলেটে রেড ক্রিসেন্ট সোসাইটি’র প্রশিক্ষণ উদ্বোধন
নগর সংবাদদাতা
রেড ক্রিসেন্ট সোসাইটি মানবতায় সেবায় কাজ করে। মানবতার সেবায় কাজ করার মূল চালিকাশক্তি হচ্ছে দক্ষ ও প্রশিক্ষিত যুব রেড ক্রিসেন্ট এর সদস্যরা। যেকোনো দুর্যোগকালীন পরিস্থিতি মোকাবেলার জন্য প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ হয়ে গড়ে উঠতে হবে।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের উদ্যোগে, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের সহযোগিতায় আইসিআরসি সাপোর্টেড সাংগঠনিক উন্নয়ন (ওডি) প্রকল্পের আওতায় ৬ দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা এবং সন্ধান ও উদ্ধার প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন।
সোমবার (২৩ আগস্ট) সকালে রেড ক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতালের সম্মেলন কক্ষে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সাধারণ সম্পাদক আব্দুর রহমান জামিল-এর সভাপতিত্বে আয়োজিত উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- সোসাইটি’র ব্যবস্থাপনা পর্ষদ এর সদস্য আব্দুল জব্বার জলিল।
সিলেট যুব রেড ক্রিসেন্ট কোভিড-১৯ সমন্বয়ক ও ট্রেইনার মোহাম্মদ নাজিম খানের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন- সোসাইটি’র জাতীয় সদর দপ্তরের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক সায়মা ফেরদৌসী, সিলেট ইউনিটের কার্যকরী পরিষদ সদস্য ফেরদৌস চৌধুরী রুহেল, সোয়েব আহমদ, সিলেট ইউনিটের উপ পরিচালক ও ইউএলও আব্দুস সালাম, জাতীয় সদর দপ্তরের উপ-পরিচালক ও প্রশিক্ষণ সমন্বয়কারী তরুণ কান্তি সাহা, সিলেট যুব রেড ক্রিসেন্ট এর সাবেক যুব প্রধান আমিনুল ইসলাম।
যুব সদস্য আবু জাকেরিন এর কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- জাতীয় সদর দপ্তরের পিএমইআর অফিসার মো. নেওয়াজ শরীফ, প্রোজেক্ট অফিসার মো. রাকিবুল আলম রাব্বি, প্রশিক্ষক মো. মুমিনুল ইসলাম, সিলেট যুব রেড ক্রিসেন্ট এর বর্তমান যুব প্রধান শাহানূর চৌধুরী সাথী প্রমুখ।