ধর্মপাশায় শিশুদের জন্মদিন পালন ও উপহার বিতরণ
ধর্মপাশা সংবাদদাতা
সুনামগঞ্জের ধর্মপাশায় নিবন্ধিত শিশু ও কমিউনিটি শিশুদের জন্মদিন পালন করা হয়েছে। এ সময় তাদের জন্মদিন উপলক্ষে উপহার দেওয়া হয়।
ধর্মপাশা এপি ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বুধবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ১১ টায় স্থানীয় গণমিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে।
এতে সভাপতিত্ব করেন- ধর্মপাশা এপির এরিয়া প্রোগ্রাম অফিসার সাগর জন কস্তা। স্বাগত বক্তব্য দেন- প্রোগ্রাম অফিসার নিরাপদ হালদার।
স্পন্সরশীপ কর্মকর্তা সুমন কুবির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন- ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মুনতাসির হাসান।
বিশেষ অতিথির বক্তব্য দেন- জেলা পরিষদ সদস্য জুবায়ের পাশা হিমু, ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ চৌধুরী, জয়শ্রী ইউপি চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী, গণমাধ্যমকর্মী সাজিদুল হক প্রমুখ।
পরে অনুষ্ঠানে অংশগ্রহণকারী ১৯ জন শিশুর প্রত্যেককে ১ টি স্কুল ব্যাগ, ১ টি ছাতা, ৩ টি সাবান ও ১ প্যাকেট করে মাস্ক উপহার হিসেবে দেওয়া হয়।