ডিএম হাইস্কুল এসএসসি-৯৫ ব্যাচ বন্ধুদের প্রবাসী সংবর্ধনা
সংবাদ বিজ্ঞপ্তি
সিলেটের বিয়ানীবাজারের ঢাকাউত্তর মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয়ের (ডিএম হাই স্কুল) এসএসসি-৯৫ ব্যাচ বন্ধুদের প্রবাসী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার (২৭ আগস্ট) সন্ধ্যায় গোলাপগঞ্জের এক অভিজাত রেস্টুরেন্টে এই প্রবাসী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ছিলেন- আয়ারল্যান্ড প্রবাসী ব্যবসায়ী ও বিয়ানীবাজারের আলীনগর ইউনিয়নের লুৎফুর নেহার মেমোরিয়াল গার্লস স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ সাইফুর রহমান বাবলু, সৌদি আরব প্রবাসী সোহেল আহমদ ও শরিফ আহমদ।
প্রকৌশলী মোহাম্মদ নিজাম উদ্দিন খাঁর সভাপতিত্বে এবং সাফিয়াতুর রহমান চৌধুরী রেকন ও রোমান আহমদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত এই প্রবাসী সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন- এডভোকেট সাহানুল আম্বিয়া চৌধুরী, রাশেদুল ইসলাম চৌধুরী, জয়নাল আহমদ, আফজাল সিদ্দিকী, খালেদ আহমদ, এমএ কুদ্দুস চৌধুরী, জাকির আহমদ, মাতাব উদ্দিন, শেখ এমরান আহমদ, রেহান আহমদ, এমএ রহিম ও কবির আহমদ চৌধুরী।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি সাইফুর রহমান বাবলু তার বক্তব্যে বন্ধুত্বের এই বন্ধনকে কাজে লাগিয়ে গণমানুষের সেবায় বিশেষ করে এলাকার শিক্ষা ব্যবস্থার উন্নয়নে কাজে লাগানোর আহবান জানান।
অনুষ্ঠানে ডিএম হাই স্কুল এসএসসি-৯৫ ব্যাচের প্রবাসী বন্ধুদের কয়েকজন ভার্চুয়ালি যুক্ত থেকে বন্ধুত্বের এই বন্ধনকে এগিয়ে নেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।