মাধবপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল
মাধবপুর সংবাদদাতা
হবিগঞ্জের মাধবপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
বুধবার (১ সেপ্টেম্বর) সকালে বিএনপি মাধবপুর উপজেলা ও পৌর শাখার যৌথ উদ্যোগে স্থানীয় একটি কনভেনশন সেন্টারে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
পৌর বিএনপির আহবায়ক আবুল বাশারের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম-আহবায়ক আলাউদ্দিন আল রনি’র সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন- উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদু, সাবেক ভাইস চেয়ারম্যান ও সাবেক সভাপতি আব্দুল আজিজ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান সোহাগ, যুগ্ম-আহবায়ক কাউন্সিলর বাবুল হোসেন, যুগ্ম-আহবায়ক মো. মাসুক রহমান, বিএনপি নেতা ফারুক পাঠান, হাজী মহারাজ খাঁন, সোবান মিয়া, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলমগীর কবির, সাবেক ছাত্রদল নেতা রাশেল আহম্মদ প্রমুখ।
পরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাগফেরাত এবং বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।