ওমানে আল্লামা বাবুনগরী রহ. স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
সংবাদ বিজ্ঞপ্তি
গতকাল শুক্রবার (৩ সেপ্টেম্বর) স্থায়ী সময় বাদ এশা ‘ওমান সালালাহ প্রবাসী উলামা ও মুসলিম সমাজ’ এর উদ্যোগে ক্বায়িদে মিল্লাত, রাহবরে উলামা, আমিরে হেফাজতে ইসলাম মরহুম আল্লামা হাফিজ জোনায়েদ বাবুনগরী রহ. এর স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মাওলানা হাফিজ নজরুল ইসলাম হাটহাজারীর সভাপতিত্বে এবং মাওলানা আবদুল হালীম সাতবাকী ও মাওলানা এমাদ উদ্দীন সালিমের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভার শুরুতে পবিত্র কালামুল্লাহর তেলাওয়াত করেন- হাফিজ আশিক আহমদ।
এতে আলোচনা করেন- মাওলানা মোবারক উল্লাহ, মাওলানা শিব্বির বিন ইয়াকুব, মাওলানা জাহিদ নাছির চৌধুরী, হাফিজ হারুন, মাওলানা মুহাম্মদ উল্লাহ আল-হাসান, হাফিজ আব্দুল্লাহ আল হাফিজ প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন- মাওলানা কামরুল ইসলাম, মাওলানা ক্বারী মাহমুদ, মাওলানা ময়নুল ইসলাম, মাওলানা মুশাররফ হোসাইন, মাওলানা হাফিজ গোলামুর রাহমান, মাওলানা এখলাছুর রাহমান, হাফিজ মখলিছুর রাহমান, মাওলানা নোমান আহমদ, মাওলানা আনোয়ার হোসেন, হাফিজ শফি, হাফিজ ইউনূস, মাওলানা ইলিয়াস, মাওলানা জুবায়ের আহমদ, মাওলানা সুলাইমান, মুহাম্মদ নাসিম আহমদ, মাওলানা ফখরুল ইসলাম, মাওলানা ফয়সাল আহমদ, হাফিজ কায়সার, মো. রাসেল আহমদ, হাফিজ আরমান প্রমুখ’সহ প্রবাসী সাধারণ মুসলিম সমাজ।
আলোচকবৃন্দ আল্লামা বাবুনগরী রহ. এর জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। পরিশেষে সভাপতির মোনাজাতের মধ্যমে মাহফিলের সমাপ্তি হয়।