শায়েস্তাগঞ্জে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
শায়েস্তাগঞ্জ সংবাদদাতা
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মাদক মামলায় সাজাপ্রাপ্ত রুমেল মিয়া (৩২) নামের এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত রুমেল শায়েস্তাগঞ্জ উপজেলার নিজগাও গ্রামের মৃত মকসুদ আলীর ছেলে।
শনিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার নিজগাও গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সে এলাকার চিহিৃত মাদক ব্যবসায়ী ও মাদক আইনের একটি মামলায় এক বছর দুই মাসের সাজাপ্রাপ্ত আসামি। সে দীর্ঘদিন থেকে পলাতক ছিল।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব জানান- গ্রেফতার আসামি একটি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে দীর্ঘদিন যাবত পলাতক ছিল।