ঢাকাদক্ষিণে হাটহাজারীর প্রয়াত তিন মনিষী’র স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত
সংবাদ বিজ্ঞপ্তি
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণে আহবাবে দারুল উলুম হাটহাজারী ঢাকাদক্ষিণ এর উদ্যোগে দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী চট্টগ্রামের মহাপরিচালক ও হেফাজতে ইসলামের প্রতিষ্ঠাতা আমীর শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রাহ., আল্লামা আব্দুস সালাম চাটগামী রাহ. ও আল্লামা হাফিজ জুনাইদ বাবুনগরী রাহ ত্রয়ের জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল গতকাল সোমবার (১৩ সেপ্টেম্বর) বেলা ২টায় ঢাকাদক্ষিণ ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
ঢাকাদক্ষিণ মাদরাসার ভারপ্রাপ্ত মুহতামিম হাফিজ মাওলানা মুঈনুল ইসলাম খানের সভাপতিত্বে ও মাওলানা আবু সালেহ উসমান এবং মাওলানা শেখ আব্দুল্লাহ উসামার যৌথ সঞ্চলনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে আলোচনা করেন- খলিফায়ে আল্লামা আহমদ শফি ও সিলেটের আঙ্গুরা মুহাম্মদপুর মাদরাসার শায়খুল হাদিস মুফতি মুজিবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন- হাটহাজারী মাদরাসার সাবেক ছাত্র মুফতি মঞ্জুরুর রশিদ আমিনী কাতিয়া, মুফতি ইকবাল হুসাইন নগরী, মুফতি খায়রুযযামান, মাওলানা আবিদুর রহমান, মুফতি খায়রুল আমীন মাহমুদী প্রমুখ।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন- দারুল আরকাম মাদরাসা শিলঘাটের মুহতামিম শায়খ আব্দুল মতিন, জামেয়া বারকোটের সিনিয়র শিক্ষক মাওলানা হাফিজ মনসুর আহমদ, ঢাকাদক্ষিণ মাদরাসার উস্তাদ ও ছাহেবজাদা শায়খে রায়গড়ী মাওলানা শেখ খালিদ সাইফুল্লাহ, ঢাকাদক্ষিণ মাদরাসার মুহাদ্দিস মাওলানা আব্দুল হান্নান, মাওলানা বুরহান আহমদ’সহ স্থানীয় অসংখ্য উলামায়ে কেরামবৃন্দ।
পরিশেষে দেশ-জাতি ও মিল্লাত, বিশেষ করে সদ্য প্রয়াত আকাবিরীনদের জন্য মুনাজাত করা হয়।