চুনারুঘাটে ‘তালের চারা রোপণ ও ব্যবস্থাপনা’ শীর্ষক সভা অনুষ্ঠিত
চুনারুঘাট সংবাদদাতা
হবিগঞ্জের চুনারুঘাটে তালের চারা রোপণ ও পরবর্তী ব্যবস্থাপনা শীর্ষক মাট দিবস অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় ইনাতাবাদ হাজী আব্দুল মতলিব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের সিএসও ও বিভাগীয় প্রধান (প্রশিক্ষণ ও প্রযুক্তি হস্তান্তর বিভাগ) ড. মোহাম্মদ নুরুল কাসেমের সভাপতিত্বে ও বৈজ্ঞানিক কর্মকর্তা ও চুনারুঘাট উপকেন্দ্রের অফিসার ইনচার্জ আশরাফুল আলমের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. আমজাদ হোসেন।
অনুষ্ঠানে বক্তারা চুনারুঘাট’সহ দেশের বিভিন্ন অঞ্চলে কালের পরিক্রমায় হারিয়ে যাওয়া তালের গাছের চারা রোপণ ও গুরুত্ব সম্পর্কে জনসাধারণকে উদ্বুদ্ধ ও আগ্রহী করা হয়েছে।
এসময় বক্তারা বলেন- এক সময়ে ঐতিহ্য ও উপকারী বৃক্ষ ছিল তাল গাছ। কিন্তু কালের পরিক্রমায় ও পরিকল্পনার অভাবে যা হারিয়ে গেছে। যার ফলে আজ আমরা নানাভাবে ক্ষতিগস্থ হচ্ছি। আমাদের উচিত সকলে অন্তত একটা তাল গাছ হলেও লাগানো। তাল গাছের ফল ব্যাপক উপকারী ও উপশম হিসাবে কাজ করে। প্রাকৃতিক ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসও থেকেও আমাদের সকলকে রক্ষা করে।
প্রসঙ্গত, অনুষ্ঠানের শুরুতেই শায়েস্তাগঞ্জ থেকে আসামপাড়া ৩নং দেওরগাছ ইউনিয়নের ইনাতাবাদ অঞ্চলে পুরাতন রেলওয়ে সড়কের দু’পাশে ৯শ’ তালের চারা রোপণ করা হয়।