বানিয়াচংয়ে হাওর থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার
হবিগঞ্জ সংবাদাদাতা
হবানিয়াচংয়ে আবারও অজ্ঞাত গলিত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) বেলা ৩টায় উপজেলার কান্দিপাড়া গ্রামের উত্তর পাশের টেটোয়ার খালি হাওরের পানিতে ভাসমান অবস্থায় বানিয়াচং থানা পুলিশ লাশটি উদ্ধার করে।
পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করতে হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরান হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয়রা হাওরে ভাসমান মরদেহ দেখে থানায় খবর দিলে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
এর আগে গত সোমবার উপজেলার রত্না নদী থেকে মোশারফ চৌধুরী নামে আরেক যুবকের লাশ উদ্ধার করে বানিয়াচং থানা পুলিশ।