স্বপ্ন যখন মঙ্গল ছোঁয়ার : গল্পটা শুরু হয়েছিল ২০১৫ সালে
অনলাইন ডেস্ক
২০১৭ সালের ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জ প্রতিযোগিতায় অংশ নিয়ে সম্মানজনক স্থান লাভ করে ‘মঙ্গলতরী’। দলটি তৈরি করেছে ‘মঙ্গলতরী’, ওয়াল-ই, হিউমানয়েড নামের তিনটি রোবট। ‘মঙ্গলতরী’ এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন তা মঙ্গল গ্রহের আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে পারে। চার চাকাবিশিষ্ট এ রোভারটির ওজন প্রায় ৫০ কেজি। রোভারের সামনের অংশটি সামনে-পেছনে দুদিকে ঘুরতে পারে। চাকাগুলো ঢালাই অ্যালুমিনিয়াম থেকে তৈরি হওয়ায় এর ওজন তুলনামূলক অনেক কম ও উচ্চশক্তিসম্পন্ন। এতে রয়েছে একটি রোবটিক আর্ম। এটা দিয়ে রোভারটি ছোটখাটো কাজ করতে পারে। এ ছাড়া এর অত্যাধুনিক মানের কয়েকটি ক্যামেরার সাহায্যে মঙ্গলের লাইভ ফুটেজ দেখতে পাবেন বিজ্ঞানীরা।
রোভারটিতে এমন ফুটেজ ফাংশন দেওয়া, যাতে সে যেকোনো পরিস্থিতিতে নিজের বুদ্ধিমত্তা প্রয়োগ করে কাজটি সম্পন্ন করবে। এ রোবটটি তৈরির একটি বড় উদ্দেশ্য হলো মঙ্গল গ্রহে প্রাণের অস্তিত্ব আছে কি না, তা পরীক্ষা করে দেখা।
*লেখাটি ২০১৮ সালে বিজ্ঞানচিন্তার ফেব্রুয়ারি সংখ্যায় প্রকাশিত।