খেলতে গিয়ে হঠাৎ উধাও দুই বোন : লাশ মিলল পুকুরে
হবিগঞ্জ সংবাদাদাতা
দুই বোন মাহী (৮) ও তিশা (৬)। বাড়ির আঙিনায় খেলছিল। খেলার একপর্যায়ে তারা হঠাৎ উধাও হয়ে যায়। তাদের আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে একটি পুকুরে তাদের মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা।
রোববার দুপুরে হবিগঞ্জের লাখাই উপজেলায় দুই বোনোর মর্মান্তিক মৃত্যুর এই ঘটনাটি ঘটেছে।
তারা উপজেলার বামৈ পশ্চিম গ্রামের উজ্জ্বল মিয়ার মেয়ে।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম এই তথ্য নিশ্চিত করে জানান, পরিবারের লোকজন ওই দুই শিশুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। কোনো অভিযোগ না থাকায় শিশুদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।