লায়ন্স ক্লাব অব সিলেট সুরমার শিক্ষা উপকরণ বিতরণ
সংবাদ বিজ্ঞপ্তি
লায়ন্স ক্লাব অব সিলেট সুরমার উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল মঙ্গলবার সকালে নগরীর কাজী জালাল উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের ১৭নং ওয়ার্ড কাউন্সিলর রাশেদ আহমদ।
লায়ন্স ক্লাব অব সিলেট সুরমার প্রেসিডেন্ট লায়ন সাহেদা পারভীন চৌধুরী নাজমা’র সভাপতিত্বে ও সেক্রেটারী লায়ন মাহমুদা সুলতানা স্বপ্নার পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- লায়ন নাজনীন হোসেন, লায়ন বাবলী চৌধুরী, লায়ন বিলকিস নূর, ট্রেজারার লায়ন আছিয়া খনম শিকদার, লায়ন সাবিনা সুলতানা, লায়ন সানজিদা খানম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- কাজী জালাল উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সহ-সভাপতি আব্দুর রহমান, প্রধান শিক্ষিকা মার্জিনা আক্তার খানম, সহকারী শিক্ষক নাসিমা সুলতানা, সুজিত শেকর রায়, ফৌজিয়া খানম, আছিয়া আক্তার, সোনিয়া বেগম প্রমুখ।
অনুষ্ঠানে শতাধিক দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীতের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি’সহ ক্লাব নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন- শিক্ষা, চিকিৎসা, মানবসেবা’সহ সকল ক্ষেত্রে লায়ন্স ক্লাব অব সিলেট সুরমা কাজ করে যাচ্ছে। দেশের শিক্ষার ক্ষেত্রে সরকারের পাশাপাশি লায়ন্স ক্লাবগুলো যে ভূমিকা রেখে যাচ্ছে, তা সর্বমহলে প্রশংসিত হচ্ছে। লায়ন্স ক্লাব প্রতিষ্ঠাতা লগ্ন থেকে সকল লায়নবৃন্দ স্ব উদ্যোগে পৃষ্ঠপোষকতার কারণে বঞ্চিত মানুষ উপকৃত হওয়ার পাশাপাশি লায়ন্স ক্লাব অব সিলেট সুরমার সুনাম বহির্বিশ্বে ছড়িয়ে পড়ছে।
বক্তারা এই ক্লাবের মত সকল ক্লাবগুলোকে দেশের কল্যাণে কাজ করার আহবান জানান।