পৌরবিপণী কেন্দ্র দোকান মালিক ব্যবসায়ী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত
সংবাদ বিজ্ঞপ্তি
পৌরবিপণী কেন্দ্র দোকান মালিক ব্যবসায়ী সমিতির সাধারণ সভা গত শুক্রবার (২৪ সেপ্টেম্বর) রাতে সিলেট নগরীর অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়েছে।
পৌরবিপণী কেন্দ্র দোকান মালিক ব্যবসায়ী সমিতির সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ মো. সিকান্দর আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মঈন উদ্দিনের পরিচালনায় সাধারণ সভায় ব্যবসায়ী নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন- আহমেদুর রহমান মিনু চৌধুরী, রফি আহমদ নোমান, আব্দুল মালেক, অরুণ কুমার পাল, মো. আলমগীর আলী প্রমুখ।
সভাপতির বক্তব্যে কমরেড সিকান্দর আলী বলেন- সমিতির স্বার্থে সবাইকে দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আমরা সৎ ও ভাল ব্যবসায়ীদের পৃষ্টপোষকতা করবো এবং তাদের পাশে থাকবো। কিন্তু অসৎ ব্যবসায়ীদের কর্মকান্ডের অংশীদার হবো না। তাদের সঙ্গে আমরা থাকবো না। আমাদের মধ্যে যে ভাতৃত্ব বন্ধন রয়েছে তা বজায় রাখতে হবে।
তিনি আরও বলেন- এখন বাইরে গেলে বুঝা যায় না, দেশে করোনা মহামারি চলছে। নিম্ন শ্রেণীর মানুষ লকডাউন, মাস্কপরা, সামাজিক দূরত্ব কিছুই মানছেন না। এখন আর আমাদের লকডাউনে যাওয়ার সুযোগ নেই। জীবন ও জীবিকা একসাথেই চালিয়ে নিতে হবে। তাই তিনি সবাইকে স্বাস্থ্য বিধি মেনে চলার আহবান জানান।
সভায় সংগঠনের বিভিন্ন আয়-ব্যয় প্রতিবেদন উপস্থাপন করেন সমিতির কোষাধ্যক্ষ মো. হাফিজ উল্লা।