চুনারুঘাটে চা শ্রমিককে কুপিয়ে হত্যা : বড় ভাই পলাতক
চুনারুঘাট সংবাদদাতা
হবিগঞ্জের চুনারুঘাটে নিখন বাউরী (২৬) নামে এক চা শ্রমিককে কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (৫ অক্টোবর) রাতে উপজেলার শানখলঅ ইউনিয়নের লালচাঁন চা বাগান থেকে পুলিশ নিখনের লাশ উদ্ধার করে। নিখন ওই চা বাগানের পাইকুয়া বাউরীর ছেলে।
বড় ভাই নানকা বাউড়ি কুপিয়ে নিখনকে হত্যা করেন বলে অভিযোগ স্থানীয়দের। ঘটনার পর থেকেই নানকা পলাতক রয়েছেন।
পুলিশ জানিয়েছে- নানকা বাউরীর বসতঘর থেকে চেয়ারে বসা অবস্থায় নিখন বাউরীর লাশ উদ্ধার করা হয়।
লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছে চুনারুঘাট থানার ওসি (তদন্ত) চম্পক দাম বলেন- নিহতের গলার বাম সাইটে দার কোপ রয়েছে এবং মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনার পর থেকেই বড়ভাই নানকা বাউরী’সহ তার পরিবারের সবাই পলাতক আছেন বলে জানান তিনি।