চুনারুঘাটে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি : অর্থদণ্ড আরোপ
চুনারুঘাট সংবাদদাতা
হবিগঞ্জের চুনারুঘাট পৌরসভার সদর বাজারে ভোক্তা অধিকার আইনে অভিযান পরিচালনা করে অর্থদণ্ড করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (৭ অক্টোবর) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিদ্ধার্থ ভৌমিক।
এ সময় পণ্যের মোড়ক ব্যবহার না করা, পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুসারে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে ছয় হাজার টাকা অর্থদণ্ড আরোপ করা হয়।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক আইন অমান্যকারীদের কঠোরভাবে হুঁশিয়ার করে দেন।