তুরুকখলা হাড়িয়ারচরে তিন প্রবাসীকে সংবর্ধনা প্রদান
সংবাদ বিজ্ঞপ্তি
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর ইউনিয়নের তুরুকখলা হাড়িয়ারচর গ্রাম উন্নয়ন কমিটির প্রবাসী উপদেষ্টা পর্তুগাল প্রবাসী শাহীন আহমদ, দুবাই প্রবাসী কামরান আহমদ ও প্রবাসী আব্দুস ছামাদ এর সম্মানে এক সংবর্ধনা অনুষ্ঠান গতকাল সন্ধ্যায় খায়রুল ইসলাম সেলিমের বাড়িতে অনুষ্ঠিত হয়।
তুরুকখলা হাড়িয়ারচর গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি কবির আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- দক্ষিণ সুরমা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ, উন্নয়ন কমিটির সিনিয়র সহ-সভাপতি ফটো সাংবাদিক আব্দুল খালিক, দাউদপুর ইউনিয়ন পরিষদের মেম্বার ও উন্নয়ন কমিটির সমাজ কল্যাণ সম্পাদক কামরুল ইসলাম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক কুদ্রত আলী, সদস্য আজাদ আহমদ, শাকির আহমদ প্রমুখ।
সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন- পর্তুগাল প্রবাসী শাহীন আহমদ, দুবাই প্রবাসী কামরান আহমদ ও প্রবাসী আব্দুস ছামাদ
অনুষ্ঠানে সম্মাননা ক্রেস্ট প্রদানের মাধ্যমে প্রবাসীদেরকে সংবর্ধনা প্রদান করেন- তুরুকখলা হাড়িয়ারচর গ্রাম উন্নয়ন কমিটির নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, প্রবাসে থেকে রেমিট্যান্স যোদ্ধারা সব সময় দেশের দরিদ্র বঞ্চিত মানুষের কথা চিন্তা-ভাবনার মাধ্যমে সর্বদা সহযোগিতা করে যাচ্ছেন। প্রবাসীদের দেওয়া সুযোগ সুবিদা ভোগকরে প্রতিনিয়ত উপকৃত হচ্ছে দেশের গরিব মানুষ। বক্তারা বলেন- শুধু মানবসেবার মধ্যে সীমাবদ্ধ নয়, প্রবাসীদের কষ্টার্জিত রেমিট্যান্সে গড়ে ওঠা স্তম্ভে মজবুত হয়েছে বাংলাদেশের অর্থনীতির ভিত। বক্তারা প্রবাসীদের মহতি সকল কাজের কৃতজ্ঞতা জানিয়ে আগামীতেও কার্যক্রম অব্যাহত রাখার আহবান জানান।