বানিয়াচংয়ের গুনিনগঞ্জ চেয়ারম্যান মার্কেটে পূবালী ব্যাংক
বানিয়াচং সংবাদদাতা
ডিজিটাল প্রযুক্তিতে দ্রুত ব্যাংকিং সেবা গ্রাহকদের দোরগোড়ায় পৌঁছে দেয়ার লক্ষে বানিয়াচং গুনিনগঞ্জ বাজার পূবালী ব্যাংক লি. এর স্থানান্তরিত নতুন শাখার শুভ উদ্বোধন করা হয়েছে।
গুনিনগঞ্জ বাজারে পূবালী ব্যাংক লি. এর নতুন শাখা এখন চেয়ারম্যান মার্কেটের ২য় তলায়।
রবিবার (১০ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলার ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন পরিষদ সংলগ্ন চেয়ারম্যান মার্কেটের (২য় তলায়) অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- গুনিনগঞ্জ বাজার পূবালী ব্যাংক শাখার ব্যবস্থাপক মোহাম্মদ হোসাইন আলী।
ব্যাংক কর্মকর্তা এস এম সজলুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পূবালী ব্যাংক লিমিটেড প্রিন্সিপাল সিলেট অফিস এর মহা-ব্যবস্থাপক দেওয়ান জামিল মাসুদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক লিমিটেড মৌলভীবাজার আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মোহাম্মদ আরিফুর রহমান, বানিয়াচং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ইকবাল হোসেন খান, বড় বাজার পূবালী ব্যাংক শাখার ম্যানেজার মিজানুর রহমান, পূবালী ব্যাংকের গ্রাহক মো. ছামির আলী ও চেয়ারম্যান মার্কেট এর সত্ত্বাধিকারী মো. আরফান উদ্দিন।
এছাড়াও বক্তব্য রাখেন- ৩নং দক্ষিণ-পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান মো. হাবিবুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী শেখ মো. আব্দাল হোসেন, উপজেলা যুবলীগের সিনিয়র সহসভাপতি মো. ছায়েব আলী।
প্রধান অতিথির বক্তব্যে দেওয়ান জামিল মাসুদ বলেন- “ঐতিহ্যের পথ বেয়ে অর্থনৈতিক অগ্রগতি” এই শ্লোগানকে নিয়ে ব্যাংকটি ১৯৮০ খ্রিস্টাব্দ থেকে একটি ছোট্ট টিনসেড কুঁড়েঘর থেকেই বানিয়াচংবাসীকে সেবা দিয়ে যাচ্ছে। আজ পূবালী ব্যাংক যে নব সাজে সজ্জিত হয়েছে তা আপনাদেরই অবদান। এ শাখা থেকে তথ্যপ্রযুক্তি সমৃদ্ধ প্রচলিত ব্যাংকিং সেবার পাশাপাশি এ অঞ্চলের ব্যবসায়ীদের আর্থিক সেবা দিয়ে এলাকার উন্নয়নে ভুমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
বিশেষ করে কৃষিকাজে, গরু, হাঁস ও মোরগ খামারীদেরকে ঋণ সহায়তা প্রদান করতে ব্যাংক কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন তিনি।
এ সময় অন্যান্যের মধ্যে বানিয়াচং মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিব্বির আহমদ আরজু, দপ্তর সম্পাদক তানজিল হাসান সাগর, সিনিয়র নির্বাহী সদস্য রায়হান উদ্দিন সুমন, গ্যানিংগঞ্জ বাজারের সর্বস্তরের ব্যবসায়ী, জনপ্রতিনিধি’সহ ব্যাংকের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা আব্দুল বাছির ও গীতা পাঠ করেন ব্যাংক কর্মকর্তা সঞ্চয় আচার্য।