সিলেটের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করলেন শফিউল আলম নাদেল
সংবাদ বিজ্ঞপ্তি
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান উৎসব শারদীয় দুর্গাপূজার অষ্টমীতে নগরীর দাড়িয়াপাড়াস্থ চৈতালী সংঘ শারদীয় দুর্গাপূজা মন্ডপ’সহ নগরীর বিভিন্ন পূজামন্ডপ বুধবার পরিদর্শন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বিসিবি পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল।
পরিদর্শনকালে শফিউল আলম চৌধুরী নাদেল বলেন- ধর্ম যার যার উৎসব সবার এমন নীতি আদর্শ নিয়েই রাষ্ট্র পরিচালনা করেছেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তনয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সবাইকে সত্য ও সুন্দর সমাজ প্রতিষ্ঠায় এগিয়ে এসে সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপনে কাজ করে যেতে হবে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন- সিলেট মহানগর আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রজত কান্তি গুপ্ত, সদস্য জুমাদিন আহমদ, শ্যামল চৌধুরী, জয়দীপ দাস সুজন, চৈতালী সংঘ শারদীয় দুর্গাপূজা পরিচালনা পরিষদের সভাপতি পরিতোষ চন্দ্র রায়, সহ-সভাপতি গৌতম বণিক, এডভোকেট অশেষ কর, সহ-সাধারণ সম্পাদক নির্মল রায় (রাজা), অর্থ ও পরিচালনা সম্পাদক মদন মোহন কর্মকার, সিলেট সিটি কর্পোরেশনের ২নং ওয়ার্ডের কাউন্সিলর ও চৈতালী সংঘ পরিষদের সাংগঠনিক সম্পাদক বিক্রম কর (স¤্রাট), ব্যবস্থাপনা উপ-পরিষদের আহ্বায়ক মৃদুলাল ভট্টাচার্য্য (অপু), প্রচার উপ-পরিষদের আহ্বায়ক ভ্রমর রায়, অর্থ উপ-পরিষদের আহ্বায়ক পংকজ দাস, যুগ্ম-আহ্বায়ক শান্তনু দাস (পান্না), সদস্য পংকজ শর্ম্মা, কিশোর চক্রবর্তী (মুন), বঙ্গজ কর (অনিক), সাংগঠনিক উপ-পরিষদের আহ্বায়ক নেহার রায়, যুগ্ম-আহ্বায়ক এড প্রবাল চৌধুরী (পৃজন), পূজা অর্চ্চনা উপ-পরিষদের আহ্বায়ক বিবেক কর (ভুলেট), যুগ্ম-আহ্বায়ক সজল দাস (অনিক), সাজসজ্জা উপ-পরিষদের আহ্বায়ক জোনাক চৌধুরী, প্রসাদ বিতরণ উপ-পরিষদের আহ্বায়ক কেশব সেন, যুগ্ম-আহ্বায়ক রঞ্জন রায়, উত্তম চৌধুরী প্রমুখ।