শাবি’র সমাজকর্ম অ্যালামনাইয়ের সভাপতি ওয়াক্কাস সম্পাদক সুমন্ত
স্টাফ রিপোর্টার
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সমাজকর্ম বিভাগের সাবেক শিক্ষার্থীদের সংগঠন সমাজকর্ম অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি (২০২১-২০২২) গঠন করা হয়েছে।
কমিটিতে বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আলী ওয়াক্কাস সোহেলকে সভাপতি এবং কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জিকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।
রবিবার (৩১ অক্টোবর) রাতে সংগঠন থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
এতে বলা হয়- শনিবার (৩০ অক্টোবর) দিবাগত রাতে এক ভার্চুয়াল সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে ৩১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। একই সঙ্গে ১৩ সদস্যের একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হয়।
ভার্চুয়াল অনুষ্ঠানে সদ্য বিদায়ী সভাপতি ড. মোহাম্মদ শামীম খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আজিজুল ইসলাম শামীমের সঞ্চালনায় অংশগ্রহণ করেন- বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন, অধ্যাপক আমিনা পারভিনসহ দেশ-বিদেশের অর্ধশতাধিক সাবেক শিক্ষার্থী।
কমিটিতে সহ-সভাপতি হিসেবে মোহাম্মদ মুশাররফ হোসেন, বিধান চন্দ্র দেবনাথ, মো. জাহাঙ্গীর আলম ও খালিদ মনসুর বিপ্লব, যুগ্ম সম্পাদক হিসেবে প্রদীপ চন্দ্র দাস, মো. আবুল কাশেম ও আব্দুর রশিদ খান রাশেদ মনোনীত হয়েছেন।
এছাড়া কোষাধ্যক্ষ হিসেবে সেলিনা চৌধুরী লিপি, সমাজকল্যাণ সম্পাদক মাজহারুল হক আকন্দ, সহ-সমাজকল্যাণ সম্পাদক নুর মোহাম্মদ রহমত উল্লাহ, সাংস্কৃতিক ও প্রকাশনা সম্পাদক তোফায়েল আহমেদ, সহ-সাংস্কৃতিক ও প্রকাশনা সম্পাদক ফাহমিদা খান ঊর্মি, শিক্ষা সম্পাদক মো. হাবিবুর রহমান জিয়া, সহ-শিক্ষা সম্পাদক মো. আব্দুস সামাদ, প্রচার ও জনসংযোগ সম্পাদক আব্দুল্লা আল মামুন তালুকদার রাজীব, সহ-প্রচার সম্পাদক তারেক আহমেদ, আন্তর্জাতিক সম্পাদক রবিউল ইসলাম রবি, সহ-আন্তর্জাতিক সম্পাদক মো. শাহনেওয়াজ, দপ্তর সম্পাদক নুর জালাল খান শাহানুর, সহ-দপ্তর সম্পাদক অনন্যা সরকার এবং সাংগঠনিক সম্পাদক উত্তম কুমার দাস মনোনীত হয়েছেন।
কমিটির নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন- মো. মঈন উদ্দীন, কৃত্তিবাস পাল, মো. শফিকুল আলম ছিদ্দিকী, মো. আলাউদ্দিন, হাসিনা ইসলাম লিপি, মাইনুল হাসান সোহেল, জিন্নাত শহীদ পিংকী ও আশিক নুর।
কমিটির উপদেষ্টা পরিষদের সদস্যরা হলেন- অধ্যাপক ড. মো. শফিকুর রহমান চৌধুরী, ড. মোহাম্মদ শামীম খান, মো. আব্দুর রাজ্জাক এফসিসিএ, হেলাল আহাম্মদ, তৌহিদ চৌধুরী, ড. মাসুক আজাদ সালেহীন, অধ্যক্ষ ইমাম হাসান মুক্তি, আহমেদ তানভীর, অধ্যাপক তাহমিনা ইসলাম, মোস্তাক আহমেদ, আব্দুল করিম ধলা মিয়া, মোহাম্মদ আজিজুল ইসলাম শামীম ও মোহাম্মদ তানভীরুল ইসলাম।
নবনির্বাচিত কমিটির সভাপতি ড. মোহাম্মদ আলী ওয়াক্কাস সোহেল বলেন- সমাজকর্ম অ্যালামনাই অ্যাসোসিয়েশন সাবেক শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে কাজ করবে। সকলকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে চাই।