মোগলাবাজার ইউপি’র চেয়ারম্যান প্রার্থী ছদরুল ইসলামের মনোনয়নপত্র জমা
সংবাদ বিজ্ঞপ্তি
সিলেটের দক্ষিণ সুরমার উপজেলার মোগলাবাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মো. ছদরুল ইসলাম সমর্থকদের সাথে নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
মঙ্গলবার (২ নভেম্বর) দুপুরে দক্ষিণ সুরমা উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার তানজিদা আফরিন চন্দার হাতে চেয়ারম্যান পদপ্রার্থী মো. ছদরুল ইসলাম মনোনয়ন পত্র প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন- সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান, যুগ্ম সাধারণ সম্পাদক কবির উদ্দিন, কৃষি বিষয়ক সম্পাদক হাজী ফারুক আহমদ, উপ-প্রচার সম্পাদক মতিউর রহমান মতি, উপ-দপ্তর সম্পাদক মজির উদ্দিন, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সাইফুল আলম, সাবেক সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম, লোকমান আহমদ, বিশিষ্ট মুরুব্বী দেলওয়ার হোসেন, আজাদ মিয়া, আকবর আলী, আব্দুল জব্বার, হামদু মিয়া, সাইফুল ইসলাম মেম্বার, সাহাব উদ্দিন মেম্বার, কাবুল মেম্বার, শামীম আহমদ মেম্বার, জোনাব মেম্বার, লিলু মিয়া, মাসুক আহমদ, মুক্তার আলী, ফারুক মিয়া, সুরঞ্জিত চন্দ্র দাস, যুব সমাজের পক্ষে মন্ত দাস, নাজিম, শিপলু, খোকন, হাসান , মিজান, ইমরান, কামরুল প্রমুখ।
মনোনয়ন পত্র জমা শেষে দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ কমপ্লেক্স প্রাঙ্গণে সমর্থকদের উদ্দেশ্যে চেয়ারম্যান প্রার্থী ছদরুল ইসলাম বলেন- দীর্ঘদিন যাবৎ সমাজসেবা, সামাজিক কাজ ও রাজনীতির মাধ্যমে মানুষের সেবা করে আসছি। জনসাধারণের সেবা করার লক্ষ্যে আমি আসন্ন মোগলাবাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছি। আমার সকল কাজের মূল্যায়ন হিসেবে জনগণ আমাকে সহযোগিতা, দোয়া এবং ভোট দিয়ে বিজয়ী করবেন বলে আমি আশাবাদী।