যে কারণে মাকেই গানের মডেল বানালেন অভিনেতা
বিনোদন ডেস্ক
ক্যামেরার সামনে প্রায়ই মা-ছেলের দৃশ্যে ছেলে হয়েছেন আনন্দ খালেদ। সেসব নাটকে তাঁর মা হয়েছেন দিলারা জামান, শর্মিলী আহমেদ, শেলী আহসান প্রমুখ। এবার ঘটেছে ভিন্ন ঘটনা। ক্যামেরার সামনে নিজের মাকে নিয়ে হাজির হলেন এই অভিনেতা। মাকে কেন্দ্র করে একটি গান করেছেন আনন্দ। সেই গানের মডেল হয়েছেন তাঁর মা খালেদা আখতার।
আনন্দ খালেদ বলেন- ‘মানুষের সঙ্গে মানুষের সব সম্পর্কেই শর্ত থাকে। একমাত্র মায়ের ভালোবাসাই নিঃশর্ত। সে ভালোবাসার ওপরই একটি গান লিখেছিলাম। ভাবছিলাম, দিলারা আন্টিকে নেব মায়ের চরিত্রে মডেল হিসেবে। কিন্তু পরে মনে হলো, আমার মাকে নিয়ে গানটির মিউজিক ভিডিওটি করলে কেমন হয়। মা তো শুনেই পারবেন না, পারবেন না বলতে থাকেন। কারণ, মা কখনোই অভিনয় করেননি, ধার্মিক মানুষ, ক্যামেরার সামনে আসেন না।’
কিন্তু আনন্দ নাছোড়বান্দা। মায়ের কাছে আবদার করেন- গানটিতে মডেল হতেই হবে। অনেক চেষ্টায় তাঁর মা রাজি হন। তারপর তিন দিন ধরে মাকে বোঝান কীভাবে অভিনয় করতে হবে। আনন্দ বলেন- ‘মাকে বোঝালাম, গানের মূল কথা যেহেতু শর্তহীন ভালোবাসা, তুমি ছাড়া এই ভালোবাসার আবেদন পর্দায় ফুটিয়ে তোলা যাবে না। মা-ছেলের স্মৃতি হিসেবে একটি গান থাক। মায়ের সঙ্গে আমার যে সম্পর্ক বাস্তবে, তা-ই মাকে করতে বলেছি। মাকে বলেছি, অভিনয় না করতে। পরে এক দিনেই শেষ করেছি শুটিং।’ একই শট কেন দূর থেকে কাছ থেকে বারবার দিতে হবে, সেটা মাকে বোঝান এই অভিনেতা। পরে এক দিনেই কীভাবে শুটিং করতে হয়, বুঝে যান তাঁর মা।
সম্প্রতি গানটির শুটিং শেষ হয়েছে। ৫ নভেম্বর গানটি ধ্রুব মিউজিক স্টেশনে মুক্তি পেয়েছে।
গানটি পর্দায় দেখে তাঁর মা খুবই পছন্দ করেছেন। ফোন করে পরিচিতজনদের গানটি দেখতে বলছেন তাঁর মা। মায়ের খুশি দেখে ছেলেও খুশি। ‘মাগো তোমার মতো কেউ ভালোবাসে না’ শিরোনামের গানটির কথা, সুর ও কণ্ঠ দিয়েছেন আনন্দ। সংগীত পরিচালনা করেছেন আভ্রাল সাহির, মিউজিক ভিডিও পরিচালক সোহেল রাজ। এর আগে ‘স্বপ্নে কেন আসো না’ শিরোনামে তাঁর একটি গান অনলাইনে প্রকাশ পেয়েছিল।